মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটিয়া সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় 'নবীন আলেম সংবর্ধনা ও পৃথিবীর পট পরিবর্তনে তারুণ্যের ভূমিকা শীর্ষক' সেমিনার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গতকাল বৃহস্পতিবার বেলা ২ টায় অনুষ্ঠিত হয়েছে।
ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নুরুল করীম আকরাম বলেছেন, মুহাম্মদ সা. এর যুগ থেকে এই পর্যন্ত চৌদ্দশ’ বছরের ইতিহাসে আমাদের সোনালী শাসনের ইতিহাস রয়েছে। জাহেলিয়াতের যুগে ইসলামের শাসন প্রতিষ্ঠা করেছি সেই ইতিহাসও আমাদের। চৌদ্দশত বছরের পরে এসেও আমাদেরকে মুহাম্মাদুর রাসুলুল্লাহ'র আদর্শের অনুকরণে সোনালী ইতিহাসের রচনা করতে হবে। আজকের নবীন আলেম সমাজরা এগিয়ে আসলে পৃথিবীর পট পরিবর্তন হবে।
শাখা সভাপতি আব্দুল্লাহ আল মারুফের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামসীর সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তার বক্তৃতা করেছেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং এর প্রক্টর মাওলানা ড. বেলাল নূর আজিজী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক নূরুল বশর আজিজী, কেন্দ্রীয় শুরা সদস্য মিশকাতুল ইসলাম, সাবেক সভাপতি মুফতি সাইফুল হক, সাবেক সাধারণ সম্পাদক ছানা উল্লাহ রিয়াদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি শরিফুল ইসলাম আজিজী ও সহসভাপতি আবরার হানিফ মারুফ প্রমুখ নেতৃবৃন্দ। সেমিনার শেষে নবীন আলেমদের সংবর্ধিত করা হয়।
-এএ