আওয়ার ইসলাম: কুড়িগ্রামে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার-১০৬১ এর কাছ থেকে আজাহার আলী (৪২) নামের ওই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়া হয়। আজাহার আলীর বাড়ি রৌমারী উপজেলার বেহুলার চর গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ। তিনি গণমাধ্যমকে জানান, ওইদিন দিবাগত রাত ১টার দিকে আজাহারসহ ১৫-২০ জন গরু চোরাকারবারী মোল্লারচর সীমান্তে কাঁটাতারের ওপর মই দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করছিল।
ভারতের ঝাউডাঙা এলাকার দায়িত্বরত বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে গরু চোরাকারবারীদের ধাওয়া দেয়। এ সময় চোরাকারবারীদের সবাই পালিয়ে যেতে পারলেও মইয়ের ওপর থাকায় আজাহার বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন। পরে বিএসএফ সদস্যরা তাকে তাদের সঙ্গে নিয়ে যায়।
তিনি আরও জানান, বাংলাদেশি নাগরিক আটকের বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, আজাহারকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
-এএ