শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে ‘মুয়েটে’ রূপান্তরের দাবিতে ফের শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ময়মনসিংহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরের দাবিতে আবারও মানববন্ধন করছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ময়মনসিংহ প্রেসক্লাব সংলগ্ন ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে, এতে করে শিক্ষানগরী খ্যাত ময়মনসিংহ প্রকৌশল শিক্ষায় স্বয়ংসম্পূর্ণ হবে।

ময়মনসিংহ বিভাগের প্রকৌশলগত উৎকর্ষতা, শিক্ষার মান এবং আর্থসামাজিক উন্নয়ন ও সুযোগ দিতে পারে। ভবিষ্যৎ বাংলাদেশের রাজধানীর উপর চাপ কমাতে দেশের অন্যতম বৃহত্তম শহর হিসেবে ময়মনসিংহ পরিকল্পিত নগরী এবং দেশসেরা ইঞ্জিনিয়ারিং হওয়ার সৃষ্টির পথে এক ধাপ এগিয়ে যাবে।

তারা আরও বলেন, প্রকৌশল গবেষণায় (কৃষি এবং মেডিকেল বিষয়ক গবেষণার ন্যায়) বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন হিসেবে ময়মনসিংহ বিভাগীয় শহর হিসেবে পরিচিতি লাভ করবে।

প্রকৌশল ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি হবে। ভিশন ২০৪১ লক্ষ্যপূরণে প্রকৌশল খাতে ময়মনসিংহ বিশেষ ভূমিকা রাখতে পারবে।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের বিভাগ নবম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের আজকের মানববন্ধন এর উদ্দেশ্য হল, আমরা কি বিষয়ে আন্দোলন করছি তা ময়মনসিংহবাসীকে অবগত করা। আর এটা শুধু আমাদের ছাত্রদের নয় এটা পুরো ময়মনসিংহবাসীর দাবি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, ময়মনসিংহ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান আল হোসাইন তাজ, জাগ্রত ময়মনসিংহের সদস্য মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।

উল্লেখ্য,ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই আবাসন সংকট, কলেজের নিজস্ব কোন পরিবহন নেই, নেই কোন মেডিক্যাল টিম, শিক্ষক সংকটসহ নানা সমস্যার সম্মুখীন হতে থাকে শিক্ষার্থীরা। যা এখনো বিদ্যমান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ