শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ভারতে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লিতে মুসলমানদের গণহত্যা, অগ্নিসংযোগ, বাস্তুভিটে থেকে উচ্ছেদ, মসজিদ ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশ।

আজ বুধবার গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্বদেন ছদর সাহেব রহ.-এর পৌত্র ও গওহরডাঙ্গা মাদরাসার মুহাদ্দিস মুফতি উসামা আমীন।

মানববন্ধনে তিনি বলেন, দিল্লিতে মুসলামানদের পরিকল্পিত ভাবে হত্যা করা হচ্ছে। সেখানে মুসলমানের জান-মালের কোন নিরপত্তা নাই। ঘর-বাড়ি অগুন দিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে, মসজিদগুলো শহিদ করা হচ্ছে।

অনতিবিলম্বে এই জুলুম, নির্যাতন, হত্যাযজ্ঞ বন্ধ করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় ভাবে এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে হবে। অন্যথায় বাংলাদেশসহ বিশ্বব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পরতে পারে; যা কোনভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তি প্রিয়, সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে সম্প্রদায়ী দাঙ্গা সৃষ্টিকারী ভারতের দিল্লিতে হাজার হাজার মুসলমান হত্যাকারী, মসজিদ শহিদকারী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না।

আশাকরি সরকার বাংলদেশের শান্তি প্রিয় জনগণের দিকে লক্ষ করে তার দাওয়াত বাতিল করে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। অন্যথায় দেশের ধর্মপ্রাণ তৌহিদী জনতাকে সাথে নিয়ে নরেন্দ্র মোদীকে প্রতিহত করা হবে এবং এজন্য আইন-শৃঙ্খলার অবনতীসহ যে কোন অবস্থার দায়ভার সরকারকেই বহন করতে হবে।

সংগঠনের মহাসচিব মাওলানা সামছুল হকের সভাপতিত্বে ও মুফতি মোহাম্মদ তাসনীমের সঞ্চালানয় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গওহরডাঙ্গা মাদরাসার মাওলানা ফরিদ আহমাদ, সংগঠনের সহসভাপতি মাওলানা কাবিরুল ইসলাম, কোর্ট মসজিদ মাদরাসার মুফতি হাফিজুর রহমনা, কাজুলিয়া মাদরাসার মাওলানা আবুল কালাম, তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের মহাসচিব মাওলানা ঝিনাত আলী, মুসলিম এতিম খানার মাওলানা হায়াত আলী, খাদেমুল ইসলাম বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারী মুফতি মোস্তফা কাসেম।

কাশিয়ানী তারাইলফুকরা মাদরাসা মাওলানা শিহাব উদ্দিন, মুকসুদপুরের টেকের হাট মাদরাসার মাওলানা এনায়েতুল্লাহ, মোল্লাহাটের বরগুনী মাদরাসার মাওলানা শাখাওয়াত হোসাইন, ভবানীপুরের মুফতি মুহিব্বুল্লা হক, চন্দ্রদিঘলীয়া মাওলানা আব্দুল্লাহ, গওহরডাঙ্গার মুফতি মাকসুদুল হক, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আতাউর রহমান, মাওলানা হারুন আর রশীদ, মুফতি জাফরুল হাসান, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা সাদ্দাম হোসেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ