আওয়ার ইসলাম: প্রতি বছর ইরানের রাজধানী তেহরানে রমজান মাসে পবিত্র কুরআনের আন্তর্জাতিক প্রদর্শনীটি অনুষ্ঠিত হতো।
তবে চলতি বছর দেশটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক কুরআনের প্রদর্শনী স্থগিত করেছে সরকার।
আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজক কমিটির সঙ্গে সম্পৃক্ত ‘তেহরান আন্তর্জাতিক বইমেলা’ নামের এক সংগঠনের জারিকৃত বিবৃতির বরাত দিয়ে ইরানভিত্তিক সংবাদ সংন্তা ইকনা এ খবর দিয়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক কুরআন ২৮তম প্রদর্শনীর নির্বাহী কর্মকর্তা ‘মুরতাদা খিদকাশীর’ বলেছেন, তিনি চলতি সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
ইরানের সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি।
আরএম/