আওয়ার ইসলাম: গোপালগঞ্জে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাঁচজন নিহত হয়েছেন।
আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মুকসুদপুর উপজেলার দিগনগরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে থানা ওসি মো. আতাউর রহমান বলেন, আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। বাকি দুইজনকে স্থানীয় ভাঙ্গা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদেরও মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জ ফতুল্লার ফরিদ শেখ (৩৫), কাশীপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮), চাঁদপুরের ফরিদগঞ্জের মাসুদ শেখ, খোকন ও মান্নান। প্রাথমিকভাবে খোকন ও মান্নানের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মুকসুদপুর উপজেলার দিগনগর স্থানে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্পিড ব্রেকার ক্রস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
-এটি