আওয়ার ইসলাম: করোনা ভাইরাস শনাক্ত দেশগুলোর নাগরিকদের ওমরাহ পালনে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞার ফলে ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন সৌদি আরবের ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের আশঙ্কা, ওমরাহ পালনে নিষেধাজ্ঞা জারি থাকলে দুটি পবিত্র শহর মক্কা ও মদিনায় হোটেল মালিকদের গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ লোকসান গুণতে হবে। বিমান এবং পরিবহন খাতে ক্ষতির পরিমাণ আরও কয়েকগুণ বেশি হবে।
ব্যবসায়ীরা এবং সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তরা বললেন, দেশগুলোকে ওমরাহ পালনে নিষেধাজ্ঞা না দিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ ওমরাহ পালনকারীদের থেকে এসব হোটেলগুলোর মূল ব্যবসা হয়।
মক্কা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) হোটেল কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ ফিলালী আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যদি নিষেধাজ্ঞা অব্যাহত থাকে তাহলে এবার হোটেলখাতে সর্বাধিক ক্ষতি হবে। শুধু মক্কা শহরে ১,৩০০ এরও বেশি হোটেল রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, করোন ভাইরাস মহামারির কারণে ইতোমধ্যে মক্কা ও মদিনা শহরের হোটেল খাতে লোকসান শুরু হয়েছে। নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে অন্য বছরের চেয়ে ৪০ শতাংশ ক্ষতি হবে।
আরএম.