শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

নাগরদোলা থেকে পড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় নাগরদোলা থেকে পড়ে সাদিয়া আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের ছৈয়দ আহম্মদ হাট এলাকায় আবদুল হামিদ শাহ্ এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে আয়োজিত মেলায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। সাদিয়া মোহাম্মদীয়া তৈয়বীয়া সুন্নিয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ও একই ইউনিয়নের ইসহাক প্রকাশ কালুর মেয়ে। সে পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট ছিল।

জানা যায়, মাদরাসা ছুটির পর বাসায় ফিরে বিকেলে মেলায় ঘুরতে গিয়েছিল সাদিয়া। মেলায় গিয়ে নাগরদোলায় উঠেছিল সে। তবে নাগরদোলায় উঠা যে তার জন্য কাল হবে তা হয়তো সে জানত না। নাগরদোলার সাথে উড়না পেঁছিয়ে মাঠিতে পড়ে গিয়ে মারাত্বকভাবে আহত হয় সাদিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত সাদিয়ার চাচা জানান, আমার ভাইয়ের ছোট মেয়ে সাদিয়া মাদরাসা থেকে বাড়ি ফিরে মেলায় গিয়েছিল। কিন্তু ভাগ্যের একি নির্মম পরিহাস, সে মেলায় গিয়ে এভাবে লাশ হয়ে বাড়ি ফিরবে তা ভাবতেও কষ্ট হচ্ছে। তার অকালমৃত্যু আমাদের পরিবারের সদস্যরা মেনে নিতে পারছে না। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সাদিয়া নিহত হওয়ার ঘটনায় শোকে বিহ্বল হয়ে পড়েছেন তার শিক্ষক ও সহপাঠীরা। মেধাবী সাদিয়ার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার শিক্ষকেরা। প্রিয় বন্ধবীর মর্মান্তিক মৃত্যুতে শোকাহত তার সহপাঠীরা। সাদিয়ার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে এলাকায় এক হ্নদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। অন্যদিকে কন্যার শোকে পিতামাতা নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে বিলাপ করতে করতে শোকে মূহ্যমান বলে জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ