সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

সাক্ষাৎকারে মনের কথা বললেন মণিপুরি মুসলিমদের প্রথম মহিলা কবি রওশন আরা বাঁশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের মণিপুরি মুসলমানদের প্রথম মহিলা কবি রওশন আরা বাঁশি৷ ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন রাজকান্দি পাহাড়ঘেঁষা কোনাগাঁও (খিল) গ্রামে এক সম্ভ্রান্ত মণিপুরি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৷

অমর একুশে-২০২০ বইমেলায় রওশন আরা বাঁশির কাব্যগ্রন্থ ‘সমুদ্রের কাছে চিঠি’ ঘাস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বই প্রকাশনার নানা ও সামগ্রিক লেখালেখি নিয়ে একটি এক্সক্লসিভ সাক্ষাৎকার নিয়েছেন রফিকুল ইসলাম জসিম। 


আওয়ার ইসলাম: সম্প্রতি আপনার বই প্রকাশিত হলো৷ আপনার অনুভূতি জানতে চাই৷

রওশন আরা:  অনেক দিনের স্বপ্নের বাস্তব রূপ দেখে ভালো লাগছে। আমার শখের বসে লেখা কবিতাগুলো আর মনের ভাবনাগুলো পাঠককূলের কাছে পৌঁছে দিতে পেরেছি বলে আমি খুবই আনন্দিত৷

আওয়ার ইসলাম: বই প্রকাশের সিদ্ধান্তে উপনীত হলেন কীভাবে?

রওশন আরা: প্রথম প্রথম শখের বসে কবিতা লেখা শুরু করি, তাই বই প্রকাশের কোন চিন্তা ভাবনা ছিলোনা। পরবর্তীতে সকল কবিতা এক মলাটের ছায়ায় নিয়ে আসার ইচ্ছা থেকেই বই প্রকাশের সিদ্ধান্ত।

আওয়ার ইসলাম: কবিতাই কেন লিখলেন? ভাব প্রকাশের জন্য শিল্পের আরও তো মাধ্যম আছে।

রওশন আরা: কবিতার চরণে দু'এক লাইনে যত নিপুনভাবে মনের ভাব প্রকাশ করা যায় তা আমি অন্য মাধ্যমে পাইনি। তা ছাড়া মনের আবেগ থেকে যা কথায় ব্যক্ত করা যায় তার সারাংশ কবিতায় পুর্ণভাবে ফুটে ওঠে।

আওয়ার ইসলাম: পাণ্ডুলিপি গোছানোর ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন?

রওশন আরা: সাধারনত বিভিন্ন ধরনের কবিতা লিখেছি।তবে পান্ডুলিপি গোছানোর ক্ষেত্রে আমার পছন্দের কবিতাগুলোর প্রাধান্য দিয়েছি তাছাড়া ছোটদের সহ সকল শ্রেণীর পাঠকের গ্রহনযোগ্যতার কথা মাথায় রেখেছি।

আওয়ার ইসলাম: বইটি প্রকাশ করতে প্রকাশক নিয়ে জটিলতায় পড়তে হয়েছিলো কি?

রওশন আরা: ঘাস প্রকাশনীর স্বত্বাধিকারী নাজমুল হক নাজু ভাইয়ের পুরোপুরিভাবে সহযোগিতা পেয়েছি, প্রকাশ বিযয়ক কোন জটিলতায় পরতে হয়নি বরং প্রকাশ কার্য আরো সহজতর হয়েছে।

আওয়ার ইসলাম: বাংলাদেশের মণিপুরি মুসলমানদের প্রথম প্রকাশিত বইয়ের লেখক হিসেবে নিজে কি মনে করেন?

রওশন আরা: এটি একবারের জন্যেও আমার মাথায় আসেনি যে আমি বাংলাদেশের মুসলিম মণিপুরিদের মধ্যে প্রথম নারী কবি। যার কবিতার বই প্রথম প্রকাশ হয়েছে বরং আমার বই প্রকাশের পাথেয় হচ্ছে আমার অগ্রজ মণিপুরি লেখকবৃন্দ।

আওয়ার ইসলাম: নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস কতটুকু?

রওশন আরা: একজন লেখকের অনুপ্রেরণার মূল শক্তি হচ্ছে পাঠকের ভালোবাসা বা গ্রহনযোগ্যতা। আমার লেখাগুলো যেভাবে পাঠকপ্রিয়তা অর্জন করতে পেরেছে সেটাই আমার আত্মবিশ্বাসের মূল উৎস।

আওয়ার ইসলাম: অনেকে বলেন লেখার ক্ষেত্রে প্রস্তুতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার প্রস্তুতির কথা জানতে চাই।

রওশন আরা: একজন নবীন কবি হিসেবে আমি সবসময় আমার প্রিয় লেখকদের লেখা পড়ি। আমার ভিতরের কবিসত্বাকে জাগিয়ে তোলার জন্য সেইসব বই আমাকে পরিপুর্ণ করে তোলে।

আওয়ার ইসলাম: অধিকাংশ লেখক বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ করে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?

রওশন আরা: আমাদের দেশে বইমেলা একটি প্রাণের উৎসব।সারাবছর বই বেচা-কেনা থাকলেও বই মেলায় তার হার বেড়ে যায়। অনেক লেখক বইমেলা কেন্দ্রিক বই প্রকাশ করে বাংলা সাহিত্যকে করে যাচ্ছেন সমৃদ্ধ। এটি আমার কাছে ভালো লাগার একটি বিষয়।

আওয়ার ইসলাম: সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
রওশান আরা:  আপনাকেও।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ