শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

শিক্ষা বোর্ডের ভুলে বের করে দেয়া হলো দাখিল পরীক্ষার্থীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ মাদরাসা বোর্ডের ভুলে পরীক্ষা দিতে পারছে না কুমিল্লার দাখিলের (এসএসসি) এক শিক্ষার্থী। ভুক্তভোগী মুহা. বিল্লাল হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র। প্রবেশপত্রে ভুল ছবি আসায় তাকে পরীক্ষার সুযোগ দেয়া হচ্ছে না।

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলা দ্বিতীয় পত্রের দিন আংশিক পরীক্ষা দেয়ার পর তাকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়।

ওই শিক্ষার্থীর মা রুবী আক্তার জানান, বিল্লাল হোসেনের পরীক্ষা কেন্দ্র বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজে। আট দিন পরীক্ষা দেয়ার পর তাকে আর সুযোগ দেয়া হচ্ছে না। এতে তার ছেলের শিক্ষা জীবন নষ্ট হওয়ার পথে। মাদরাসার সুপারের (প্রধান) নিকট বার বার গেলেও তিনি কোনও সুরাহা করতে পারেননি। বিশেষ ব্যবস্থা তার বাকি পরীক্ষাগুলো নেয়ার আবেদন জানান তিনি।

শংকুচাইল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহা. মীর হোসেন বলেন, ‘বিল্লাল হোসেনের প্রবেশপত্রে ভুল ছবির বিষয় নিয়ে মাদরাসা বোর্ডে গিয়েছিলাম।’ অ্যাসিট্যান্ট কন্ট্রোলার জালাল উদ্দিন তালুকদার তাকে পাত্তা দেননি বলেও তিনি জানান।

মাদরাসা বোর্ডের কুমিল্লা অফিসের দায়িত্বে থাকা আলতাফ হোসেন বলেন, ‘সুপারের কিছু গাফিলতি ছিল। তিনি সময়মতো সংশোধন করলে সমস্যাটি হতো না।’

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. ইমরুল হাসান বলেন, ‘আগে জানলে একটা ব্যবস্থা নেয়া যেতো। তবুও শিক্ষা কর্মকর্তাকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ