আওয়ার ইসলাম: ২০১৪ সাল থেকে ২৩ শে ফেব্রুয়ারি কাশ্মীরি নারীদের প্রতিরোধ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। ১৯৯১ সালের এই দিনে কাশ্মীরের অন্তর্গত কুনান ও পুষ্পরা গ্রামের অধিকাংশ নারী ভারতীয় সেনাবাহিনী কর্তৃক নির্মমভাবে ধর্ষণের শিকার হয়।
২৯ বছর আগের এই দিনে কাশ্মীরের পুরুষদের ওপর অর্বণনীয় অত্যাচার এবং উভয় গ্রামের সিংহভাগ নারীদের ধর্ষণ করা হয়। কিন্তু এতদসত্ত্বেও তাদের মনোবল ভেঙ্গে পড়েনি। তারা পিছিয়ে পড়েননি আন্দোলন থেকে। দিনে দিনে অধিকার প্রতিষ্ঠায় তাদের অবস্থান হয়েছে আরও পরিপক্ক হয়েছে বরং।
তাদের এই প্রতিরোধ অবস্থান ধীরে ধীরে রোল মডেল হয়ে ওঠে সমগ্র কাশ্মীরের সংগ্রামী মানুষের কাছে। তাই প্রতি বছর এই দিনে কাশ্মীরের আজাদি লড়াইয়ের সৈনিকেরা ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে নতুন করে শপথ গ্রহণ করে।
- কাশ্মীর লিট ডট ওআরজি থেকে ওমর আলফারুকের অনুবাদ