আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় বোর্ডবাজার মাদানী মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন, গাজীপুর মহানগরের সদ্য বিদায়ী সভাপতি মাওলানা সোহাইল মাহমুদ।
গাজীপুর মহানগর কাউন্সিলে শাব্বির আহমদকে সভাপতি, আব্দুল আউয়ালকে সেক্রেটারি, এবং আবু সুফিয়ান মানসুরকে সাংগঠনিক সম্পাদক ও মিজানুর রহমানকে প্রচার সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি করা হয়।
কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দীন খান বলেন, ছাত্র রাজনীতির নামে দেশে চলমান অপরাজনীতি বন্ধে, দেশের সকল ছাত্র সমাজকে জেগে উঠা এখন সময়ের দাবী।
টেন্ডারবাজি চাঁদাবাজির রাজনীতির মোকাবেলায় আদর্শিক রাজনিতিতে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের বর্তমান অপরাজনীতির মোকাবেলা বুদ্ধিবৃত্তিক রাজনীতি, মেধা ও কলম চার্চার রাজনীতিতে ও সক্রিয় হওয়া ও বিশেষ প্রয়োজন।
কাউন্সিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের নেতা আক্তারুজ্জামান ও গাছা থানা ভাসন থানা জমিয়তের আহবায়ক জুনায়েদ আল হাবিব সহ প্রমুখ নেতৃবৃন্দ।
-এএ