মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ওয়াজের মঞ্চে জুতা প্রদর্শনকারী সেই বক্তার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীকে (কুয়াকাটা) অবমাননা করে ওয়ায়েজের মঞ্চে জুতা প্রদর্শনের দায়ে মাওলানা মাসুদ ইবনে মুজিব ফারুকীর বিরুদ্ধে মামলা করেছে ইসলাামি সাংস্কৃতিক সংগঠন কলরব (একাংশের) প্রধান মাওলানা আবু সুফিয়ান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার উকিল হিসেবে আছেন মাসউদুর রহমান। সিএমএম কোর্টে মামলা নং – ২৬০ (সিআর)।

মামলার বিবরণে বলা হয়েছে, বিবাদী মাওলানা মাসউদ ইবনে মুজিব ফারুকী, পিতা : মো. মুজিবুর রহমান, রাজশাহী বায়তুস সালাম জামে মসজিদের খতিব এবং তাজবিদুল কুরআন মাদরাসা রাজশাহীর প্রিন্সিপাল। যিনি বাংলাদেশের জনপ্রিয় বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিককে কুত্তার বাচ্চা, নাস্তিক বলে গালী দিয়ে দেশ থেকে তাড়ানোর হুমকি দিয়েছেন একই ভাবে তিনি ওয়াজের স্টেইজে পবিত্র কোরআন শরীফের উপর জুতা তুলে পবিত্র কুরআনের অবমাননা করেছেন।

বিবরণে আরও বলা হয়, তাঁর এহেন কর্মকান্ড অবশ্যই ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করে এবং মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকের ভক্তদের মনে আঘাত দেয় যা একজন জনপ্রিয় বক্তার প্রতি মানহানীকর বিষয়। এ বিষয়ে যথাযোগ্য পদক্ষেপ নিতে আদালতের নির্দেশনা চেয়ে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী আবু সুফিয়ান।

উল্লেখ্য, গত১৫ ফেব্রুয়ারি ওয়াজের মঞ্চে মাসুদ ইবনে মুজিব ফারুকী নামের ওই বক্তা মাওলানা হাফিজুর রহমানকে কঠোর ভাষায় আক্রমণ করে নিজ পায়ের জুতা প্রদর্শন করে। এসময় বক্তার সামনে থাকা টেবিলের ওপর মহাগ্রন্থ আল কুরআন ছিলো। এ ঘটনায় ধারণকরা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ