আওয়ার ইসলাম: শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির স্মরণে আহলুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারি (শুক্রবার) টঙ্গির কলেজ গেইট এলাকার সফিউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
ফাইনাল রাউন্ডে এ প্রতিযোগিতার প্রথম স্থান অর্জন করে ওমরাহ পালনের সুযোগ পেয়েছে মুহাম্মদ সিফাতুর রহমান, আর রহমান ইন্সটিটিউট, গাজীপুর।
দ্বিতীয় স্থান অর্জন করে স্বর্নপদক পেয়েছে মুহাম্মদ সোহানুর রহমান, বায়তুল উলুম মাদরাসা, আশুলিয়া, সাভার, ঢাকা।
তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার হিসেবে ১টি ফ্রিজ পেয়েছে মুহাম্মদ মুহিব্বুল্লাহ, মদিনাতুল উলুম তাহফিজুল কুরআন মাদরাসা, নোয়াখালী।
এছাড়াও ৪ র্থ থেকে ১৫ তম বিজয়ীদের দেওয়া হয় ক্রেসট ও নগদ অর্থসহ আকর্ষণীয় সব পুরস্কার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মো: আজমত উল্লাহ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মতিউর রহমান (মতি) উপস্থিত ছিলেন।
বিশেষ মেহমান হিসেবে ছিলেন হাফেজ্জী হুজুর রহ.-এর খলিফা শাইখুল হাদীস আল্লামা শেখ আজিমুদ্দীন ও প্রধান আলোচক ছিলেন টঙ্গি দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস মুফতি মাসউদুল করিম।
অনুষ্ঠান উদ্বোধন করেন মানবিক ঢাকার চেয়ারম্যান আলহাজ আদম তমিজী হক। সভাপতিত্ব করেন আলহাজ্ব মো: মজিবুর রহমান। সার্বিক তত্বাবধানে ছিলেন আলহাজ্ব নাসির উদ্দিন মোল্লা।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উস্তাদ শায়েখ নেছার আহমদ আন নাছিরী, হাফেজ মাওলানা মুফতি হুমায়ুন সাঈদ।
অনুষ্ঠানে আহলুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উপদেষ্টা ও কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ কারী মাওলানা আবু ইউসুফ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
আহলুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ ক্বারী মাওলানা উবায়দুল্লাহ খান ফুলপুরী ও মহাসচিব হাফেজ ক্বারী মেরাজুল ইসলাম সঞ্চালনা করেন।
এর আগে দেশব্যাপী ৫৩টি অডিশনের মাধ্যমে দুই হাজার প্রতিযোগির মধ্য থেকে ইয়েসকার্ড প্রাপ্ত ২০০ জন প্রতিযোগী এ আয়োজনের দ্বিতায় রাউন্ডে অংশগ্রহণ করে। ৫ টি প্যানেলের মাধ্যমে ২য় রাউন্ড অনুষ্ঠিত হয় এবং সেরা ২৫ জন ফাইনাল রাউন্ডে অংশ নেয়। সেখান থেকেই সেরাদের সেরা ১৫ জনকে পুরস্কৃত করা হয়।
আরএম/