মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মাহাথির মোহাম্মদ কাশ্মীরিদের সংগ্রামকে সমর্থন করছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান শাসিত আজাদ-কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মাসুদ খান বলেছেন, মালয়েশিয়া কাশ্মীরিদের প্রধান সমর্থক। দক্ষিণপূর্ব এশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কাশ্মীরিদের সংগ্রামকে পুরোপুরি সমর্থন করছেন।

শনিবার মালয়েশিয়া সফরকালে আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর ইয়েনি শাফাকের।

মাসুদ খান মালয়েশিয়ার সংসদীয় দলকে বলেন, কাশ্মীরিদের ইচ্ছাকে দমন করা বৈশ্বিক রীতির একটি অংশ বলে মনে হয়। তবে এর প্রতিক্রিয়া বিশ্বব্যাপী হওয়া উচিত।

এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর ইস্যুতে যে কোনো আলোচনার শুরুর বিষয়ে মাসুদ খান শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে জম্মু ও কাশ্মীরের বিরোধের সমাধানের জন্য মালয়েশিয়ার দিকনির্দেশনা চেয়েছিলেন।

কাশ্মীরিদের সমর্থন ও জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবগুলো বাস্তবায়নের আহ্বান জানানোর জন্য প্রেসিডেন্ট মাসুদ খান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে ধন্যবাদ জানান।

তিনি মালয়েশিয়া সফরের সময় দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন; ওই সময় বলেন, কাশ্মীরিরা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল কর্তৃক স্বীকৃত ও তাদের প্রতিশ্রুতিবদ্ধ অধিকার চায়।

গত বছর জাতিসংঘের ভাষণে জম্মু-কাশ্মীরকে অধিগ্রহণ করায় ভারতের সমালোচনা করেন মাহাথির মোহাম্মদ। এর পরেই মালয়েশিয়ার পাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে দিল্লি।

আরমে/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ