সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব।
রাজিক মিয়া দীর্ঘদিন ধরে তাবলিগ জামাত নিষিদ্ধ করতে মরিয়া ছিলেন। এবারের চলমান তাবলিগ সংকটকে পুঁজি করে সংঘবদ্ধ জামাতীদের একটি গ্রুপ ও কিছু চিহ্নিত দালালদের সহযোগীতায় মসজিদ কমিটির সিদ্ধান্ত ব্যতিরেকেই বন্ধ করে দিলেন তাবলিগ জামাতের যাবতীয় কার্যক্রম।
তাবলিগ জামাতের কার্যক্রম বন্ধে কমিটির সিদ্ধান্ত নিয়ে কমিটির অন্যান্যদের সাথে আলোচনা করলে তারা জানান এটি কমিটির কোন সিদ্ধান্ত নয় বরং তারা এ ব্যাপারে জানেনই না। এটি রাজিক মিয়া ও জামায়াতপন্থীদের একক সিদ্ধান্ত।
এনিয়ে মাওলানা ফরিদ উদ্দীন প্রতিবাদ করলে তাকে প্রাণনাশসহ সিলেট ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন রাজিক মিয়া ও তার দলবল। এ নিয়ে মাওলানা ফরিদ উদ্দীন ১৬/২/২০২০ ইং তারিখে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি জিডি করেন। জিডি নং ১২৯৫। এখানে উল্লেখ যে রাজিক মিয়া উক্ত মসজিদের বর্তমান সেক্রেটারি। তিনি মসজিদের বড় অঙ্কের টাকা আত্মসাতের কেলেঙ্কারীর সাথে জড়িত রয়েছেন। বিজ্ঞপ্তি
-ওএএফ