আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতেও। সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক ভাইরাসটির নানামুখী প্রভাবে দিশেহারা। এবার প্রতিষ্ঠানটির বৈশ্বিক প্রচারণা সম্মেলন বাতিল হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর মসকোন সেন্টারে আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সম্মেলনটি। অনুষ্ঠানে প্রায় চার হাজার ব্যক্তি অংশ নেবেন বলে ধারণা করা হয়েছিল। এর আগে মোবাইল ওয়ার্ল্ড সামিটে ফেসবুকের অংশগ্রহণও বাতিল করে আয়োজকরা। যদিও পরে পুরো আয়োজনটিই বাতিল হয়ে যায়।
ফেসবুকের এক মুখপাত্র বলেন, আমাদের দলের স্বাস্থ্য এবং নিরপত্তাই আমাদের প্রথম প্রাধান্য, তাই করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সাবধানতার জন্য আমরা আমাদের গ্লোবাল মার্কেটিং সামিট বাতিল করেছি।
এছাড়া যন্ত্রাংশ সাপ্লাইতে ভাটা থেকে শুরু হয়ে, বড় বড় ইভেন্ট বাতিল হওয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জবাবদিহিতা; সব মিলিয়ে নাজেহাল অবস্থা ফেসবুকের কর্তা ব্যক্তিদের।
আরএম/