আওয়ার ইসলাম: তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন অবশেষে ভাঙা শুরু হয়েছে।
সোমবার বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর পুরোদমে কাজ শুরু হয়। এর আগে বিদ্যুৎ ও পানির সংযোগ না পাওয়ায় কয়েক দফা পিছিয়ে যায় বিল্ডিং ভাঙার কাজ।
ভবন ভাঙার কাজ পাওয়া ফোর স্টার এন্টারপ্রাইজের পরিচালম নছিরুল্লাহ বলেন, প্রথম দিকে ভবনের কাঁচ সতর্ক্র সঙ্গে খুলে নেয়া হবে। আজ সোমবার বিদ্যুৎ সংযোগ এসেছে। তাই পুরোদমে কাজ শুরু হচ্ছে।
২০১৯ সালের ১২ এপ্রিলের মধ্যে বিজিএমইএ ভবনটি সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সময় পার হয়ে যাওয়ায় নির্দেশনা অনুযায়ী ১৬ এপ্রিল সন্ধ্যায় ভবনটিতে তালা ঝুলিয়ে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
গত ২০ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের উপস্থিতিতে ভবনটি ভবন ভাঙার কাজ শুরু হয়। ২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট বিজিএমইএ ভবনটিকে হাতিরঝিল প্রকল্পে একটি ক্যান্সারের মতো উল্লেখ করে। ওই সময় রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট।
এরপর বিজিএমই কর্তৃপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করলে তা ২০১৬ সালে ২ তারিখ আপিল বিভাগ তা খারিজ করে দেয়। এর পরও নানা কারণে ভবন ভাঙার কাজ বিলম্ব হয়।
-এটি