শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


বাবার চিকিৎসা করাতে না পারায় হাসপাতাল ও মসজিদ বানালেন আফ্রিকার সেরা খেলোয়ার সাদিও মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেনেগালিজ ফুটবল তারকা সাদিও মানি। ইংলিশ ক্লাব লিভারপুলের পেশাদার খেলোয়ার। ১৯৯৯ সালে সাদিও মানির বাবা অসুস্থ হলে গ্রামে কোনো হাসপাতাল না থাকায় তার বাবাকে শহরের হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান।
সেই সময়ে দেশে বিদ্রোহ চলার কারণে বাবার মৃতদেহকে নিজ গ্রামে আনতে পারেননি সাদিও মানি। ফলে শহরেই বাবাকে দাফন করা হয়।

পিতার মৃত্যুর দুইদশক পরেও সাদিও মানির গ্রামে কোনো হাসপাতাল নির্মাণ হয়ানি। তাই তিনি গ্রামে একটি হাসপাতাল নির্মাণ করেছেন। সাথে সাথে একটি মসজিদও নির্মাণ করেছেন এবং পুরানো একটি স্কুল সংস্কার করেছেন।

উল্লেখ্য, সাদিও মানি (২৭) দক্ষিণ সেনেগালের ক্যাসাম্যান্স নদীর তীরে অবস্থিত সিডিও নামক একটি ছোট্ট গ্রামে ১৯৯২ সালে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৯ সালে আফ্রিকার সেরা খেলোয়াড়ের পুরষ্কার অর্জন করেছেন।

সাদিও মানির লিভারপুল ক্লাবে যোগদানের পরে বিশ্ব প্রচারমাধ্যমগুলোর তার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। গণমাধ্যমগুলো তাকে আফ্রিকার সেরা খেলয়ার রূপে ভূষিত করে। ফ্রেঞ্চ চ্যানেল 'ক্যানাল প্লাস' সেনেগালের একটি ডকুমেন্টারি ফিল্মে তাঁর জীবনের কিছু দিক নিয়ে পর্যালোচনা করে।

আল-জাজিরা অবলম্বনে আব্দুর রহমান শরিয়তপুরী

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ