ইশতিয়াক সিদ্দিকী ।।
আগামী ২ মার্চ কুড়িগ্রাম সরকারি ডিগ্রি কলেজ মাঠে জেলা ওলামা পরিষদের মহাসম্মেলনে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর যোগদানকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা ওলামা পরিষদের ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার কুড়িগ্রাম জেলার আলমাস কমিউনিটি সেন্টারে জেলার কওমী ওলামা পরিষদের উদ্যোগে মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, আমাদের কুড়িগ্রাম জেলা ওলামা পরিষদের মহাসম্মেলনে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও মুনাজিরে জামান আল্লামা নূরুল ইসলাম ওলিপুরিকে পাচ্ছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। এ বিশাল মহাসম্মেলন সফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমাদের একান্ত জরুরি হয়ে পড়েছে। তাই কুড়িগ্রাম জেলার সর্বস্তরের ওলামায়ে কেরামকে মহাসম্মেলন সফল করার লক্ষে প্রচার-প্রচারণা কাজ চালিয়ে যাওয়ার আহবান করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা কওমী ওলামা পরিষদের শুরা সদস্য মাওলানা মুফতী শামসুদ্দীন কাসেমী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মুফতী আব্দুল হান্নান কাসেমী, মাওলানা ফরিদ, কুড়িগ্রাম জেলা ওলামা পরিষদের কার্যকরী কমিটির সভাপতি মাওলানা আবু বকর, সহসভাপতি মুফতী জিয়াউল হক, সাধারণ সম্পাদক মাওলানা মুফতী জামাল উদ্দিন, মুফতি ওসমান, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ আকরাম হোসাইন, ফিরদাউস হাসান, মাওলানা শহিদুল ইসলাম, মুফতী ইমরান হোসাইন, হাফেজ মাওলানা আইয়ুব আলী আনসারী, মাওলানা রেদওয়ান, কুড়িগ্রাম সরকারি আলিয়া মাদরাসার প্রিন্সিপালসহ প্রমুখ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।
সভায় কওমী ওলামা পরিষদের উর্ধ্বতন দায়িত্বশীলগণ প্রতিটি থানার দায়িত্বশীলদের দায়িত্ব বণ্টন করে দিয়ে জরুরী আলোচনা সভার মুলতবি ঘোষণা করা হয়।
আরএম/