শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ছেলে মেয়েকে মাদরাসায় শিক্ষায় শিক্ষিত করুন: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজত ইসলামের আমীর ও দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, আপনাদের ছেলে মেয়েকে মাদরাসায় শিক্ষায় শিক্ষিত করুন। মাদরাসায় পড়াশোনা করলে তারা কোন খারাপ কাজে জড়িয়ে পড়ে না। প্রতিদিন পত্রিকা খুললে দেখা যায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের খবর। তাই আরো বেশি বেশি মাদরাসা প্রতিষ্ঠা করতে হবে।

চট্রগ্রামের মিরসরাই উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসার অর্ধশতবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শুক্রবার মাদরাসা প্রাঙ্গণে প্রথম দিনের অনুষ্ঠানে মাওলানা মফিজ উল্ল্যাহর সঞ্চালনায় দিনব্যাপী তিন পর্বের অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন জামালপুর মাদরাসার পরিচালক মাওলানা মকছুদ আহমদ, মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মনিরুল ইসলাম ইউসুফ, মাদরাসার শিক্ষক মাওলানা আজিজুল হক।

এ সময় উদ্বোধনী বক্তব্য রাখেন মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসার নির্বাহি পরিচালক মাওলানা জাফর উল্ল্যাহ নিজামী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আতাউর রহমান, শাইখ সায়্যেদ নাসের বিল্লাহ আল-মক্কী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার পরিচালক শাহ মহিবুল্লাহ বাবুনগরী, জামেয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের পরিচালক ছালাহ উদ্দিন নানুপুরী, মারকাযুল ফিকরিল কোরআনির পরিচালক খুরশিদ আলম কাসেমী, জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস ওবাইদুল্লাহ হামজা প্রমুখ। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কেরাত মাহফিল।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ