মু. আতাউর রহমান আলমপুরী: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, দারুলউলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক ও মারকাযুস সাহাবা বাংলাদেশের প্রধান উপদেষ্টা আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য মারকাযুস সাহাবা বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রাম সি এস সি আর হাসপাতালে আসলে তাদেরকে স্বাগত জানান আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ও মারকাযুস সাহাবা বাংলাদেশের দাওয়াহ’ বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি এনআমুল হাসান ফারুকী।
আজ শনিবার নেতৃবৃন্দগণ দীর্ঘ সময় জুনায়েদ বাবুনগরীর শয্যাপাশে অবস্থান করে চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদেরকেও সান্ত্বনা দেন। এসময় আল্লামা জুনায়েদ বাবুনগরীর মামা, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, আল জামিয়া আল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীও সেখানে উপস্থিত ছিলেন।
হেফাজত মহাসচিবের ব্যক্তিগত সহকারী মুফতি এনআমুল হাসান ফারুকী বলেন হুজুরের অবস্থা আগের চেয়ে বর্তমানে কিছুটা উন্নতির দিকে, ডাক্তারগণ কেবিনে এসে সার্বক্ষনিক হুজুরের খোঁজ খবর নিচ্ছেন আশাকরি অতি তাড়াতাড়িই হুজুর সুস্থ হয়ে মাদরাসায় ফিরে যাবেন।
মারকাযুস সাহাবা বাংলাদেশের সভাপতি মুফতি শামীম আল-আরকামের নেতৃত্বে প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ লাইন জামে মসজিদের খতীব ও মারকাযুস সাহাবা বাংলাদেশের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি, মাওলানা মনছুরুল হক জিহাদী, মারকাযুস সাহাবা বাংলাদেশের উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন, মাওলানা হাফেজ আব্দুর রশিদ প্রমূখ।
গত ১২ ফেব্রুয়ারি আল্লামা জুনায়েদ বাবুনগরী অসুস্থ হয়ে চট্টগ্রাম সি এস সি আর হাসপাতালে ভর্তি হোন।
-এটি