আওয়ার ইসলাম: সীমান্তে গুলি করে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গুলিবিদ্ধ ওই বাংলাদেশি ভারতের বগুলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
শুক্রবার ভোররাতের দিকে ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধের নাম রিপন খলিফা। তিনি উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আশরাফ খলিফার ছেলে।
ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, রিপন খলিফা সহ বাঘাডাঙ্গা ও আশপাশের এলাকার ৪/৫ জন যুবক ভারত থেকে গরু আনতে যায়। ভোররাতের দিকে গরু নিয়ে সীমান্ত পার হওয়ার সময় ভারতের অভ্যন্তরে রামনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।এতে বাকিরা পালিয়ে এলেও পায়ে গুলিবিদ্ধ হয় রিপন খলিফা। পরে তাকে ধরে নিয়ে গিয়ে ভারতের বগুলা হাসপাতালে ভর্তি করে বিএসএফ সদস্যরা।
উল্লেখ্য, কয়েক দিন আগে কুষ্টিয়া সীমান্তে গুলিবিদ্ধ এক কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
-এএ