আওয়ার ইসলাম: রাষ্ট্রপতির কার্যালয় থেকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ছয়টি পদে ২৫ জনকে নিয়োগ দেয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ১. ক্যাটালগার। ২. কম্পিউটার অপারেটর। ৩. সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর। ৪. ডাটা এন্ট্রি অপারেটর। ৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ৬. এবং অফিস সহায়ক
পদসংখ্যা: রাষ্ট্রপতির কার্যালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওপরের ৬টি পদে সর্বমোট ২৫ জনকে নিয়োগ দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/উচ্চমাধ্যমিক/মাধ্যমিক ও ডিপ্লোমা পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং ওই পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন পদের জন্য বেতন-ভাতা দেয়া হবে।
আবেদনের নিয়ম: রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://bbp.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
-এএ