শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

শায়খুল মাশায়েখ আল্লামা গোলাম কাদের (সাতকানিয়া হুজুর) এর ১২টি নসীহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানভীর সিরাজ।।

আমার শায়খ মুফতি গোলাম কাদের (সাতকানিয়া হুজুর) হলেন মুফতিয়ে আযম মুফতি ফয়জুল্লাহ রহ. এর হাতেগড়া ছাত্রের মধ্যে প্রথম সারির ছাত্র। শায়খের ব্যাপারে মুফতি ফয়জুল্লাহ রহ. বলতেন, আমি তাকে যেই আমল তালিম দিই সে তা যথাযথভাবে আদায়ের চেষ্টা করে এবং আমলও করে।

তিনি দীর্ঘ ৩৪ বছর নামমাত্র হাদিয়া নিয়ে মুফতি আযম রহ. এর মাদরাসা মেখলে খেদমত করেছেন। তবে বর্তমানে তিনি ষোলশহর মেয়রগলি বায়তুল সালাম মাদরাসা চট্টগ্রামে শেষ সময়গুলো অতিবাহিত করছেন দীর্ঘ একযুগ যাবৎ, যার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আছেন তাঁর সুযোগ্য সন্তান মাওলানা হাফিজ ফোরকান। শায়খ আছেন সবার মুরব্বি দরদে দীল রাহবার হিসেবে। আমি অধমও সেই বাগানের ঘ্রাণহীন একটি ফুল।

শায়খের ১২ টি নসীহত পাঠকদের সামনে পেশ করলাম।

১. আমি ওয়াদা করছি যে, বাকি জীবন আল্লাহ পাকের মোবারক দীনমতো চলবো। ইনশাআল্লাহ, নিজের মনমতো চলবো না। কেননা উভয় জাহারের কামিয়ামি আর সফলতা আল্লাহ পাকের দীনের মধ্যেই নিহিত। কারণ আল্লাহ তায়ালার মোবারক দীন ছাড়া সফলতা দুনিয়াতে যেমন নাই তেমনি আখেরাতেও নাই।

২. ইনশাআল্লাহ, জনাবে রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক তরিকা মতে ইখলাসের সাথে আমল করতে থাকা এবং সুন্নতের খেলাফ কোনো কাজ না করা।

হযরত আলী রা. বলেছেন, 'সবচে' উত্তম আমল হলো, যা আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ তায়ালা তখনই আমল কবুল করেন যখন ঈমান, ইখলাস আর সুন্নত অনুযায়ী আমলটি হয়ে থাকে।

৩. ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামায গুরুত্বসহকারে তাকবিরে উলার সহিত আজীবন আদায় করতে থাকবো। নামাযের মধ্যে কোনো প্রকার অবহেলা ও অলসতা করবো না। প্রত্যেক দিন বেশি থেকে বেশি কুরআন শরিফ তেলাওয়াত করবো এবং মাসনুন দোয়াসমূহ শিখে শিখে যথাস্থানে পড়ে আমল করতে থাকবো।

৪. আসাতেযায়ে কেরাম, মা-বাবা আর মুরব্বিদের খেদমত করতে থাকবো। তাঁদের কথাগুলো মেনে চলবো যদি শরিয়তসম্মত হয়। গোনাহের কাজে কারও আনুগত্য করা যাবে না, আর কারো সাথে বিয়াদবিও করা যাবে না।

৫. কাউকে কষ্ট দিবো না। কোনো মানুষের সমালোচনা করবো না। কারো প্রতি হাসাদ, ইনাদ, আদাওয়াত দিলে রাখবো না। কোনো গোনাহের কাজ করবো না, গোনাহের কথা শুনবো না এবং গোনাহের কথা বলব না। আর সবসময় তাকওয়ার উপর অবিচল থাকবো, ইনশাআল্লাহ।

৬. নজর, যবান ও কান ইত্যাদিকে গোনাহ থেকে হেফাজত করবো। ৭. সময় নষ্ট করবো না। বেশি বেশি কিতাব মুতালাআ করবো। এবং দীনের পথে উন্নতির জন্য মেহনত করতে থাকবো।

৮. ইনশাআল্লাহ, তাহাজ্জুদ, এশরাক, চাশত, আওয়াবীন নামাজ যতটুকু পারি আদায় করবো। এবং আল্লাহর কাছে দোয়া করবো। ৯. হক্কানি উলামায়ে কেরাম ও আল্লাহওয়ালা আলেমদের সাথে সম্পর্ক ও মহব্বত রাখবো এবং তাঁদের মাশওয়ারা অনুযায়ী চলবো আর বাতিল বা না হকের সাথে কোনো মহব্বত রাখবো না।

১০. ইনশাআল্লাহ পবিত্র রিযিক খাবো, কোনো নাজায়েয বা হারাম খাবার খাবো না। সদা হালালভাবে উপার্জন করবো। কষ্টের উপর সবর করবো। আল্লাহর দেয়া নেয়ামতের শোকর আদায় করবো। ঈমান ও আমলের হেফাজত করবো। ১১. সবকিছু আল্লাহ পাকের হুকুমে এবং তাঁর ইচ্ছায় ও মেহেরবানিতে হয়। আল্লাহ পাক মুসাব্বিবুল আসবাব। আসবাব থেকে কিছু হয় না। আসবাব থেকে কিছু হওয়ার ইয়াকিন বা বিশ্বাস রাখা শিরক, আবার আসবাব ছেড়ে দেওয়াও জাহালাত বা মূর্খতা।

১২. এক আল্লাহ পাকের দরজা ছাড়া আর কোনো দরজা নাই। এক আল্লাহর পানাহ ছাড়া আর কোনো পানাহ নাই। এক আল্লাহর রহমত ছাড়া আর কোনো উপায় নাই। সেকারণে তাহাজ্জুদ নামায ও সালাতুল হাজাত পড়ে পড়ে এক আল্লাহর কাছে উভয় জাহানের সফলতা আর কামিয়াবির তালাশ করে কান্নাকাটি করবো এবং দোয়া করতে থাকবো। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার এবং মানার তাওফিক দান করুন। আমীন।

তরুণ আলেম, লেখক

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ