আওয়ার ইসলাম: মোবাইল দিয়ে কথা বলা, ভিডিও, ছবি, সময় দেখা ও অডিও রেকর্ড ও ইন্টারনেট ব্যবহার সবই হচ্ছে। প্রযুক্তির এই আবিষ্কার সুফল পাচ্ছে সারা বিশ্বের মানুষ। মোবাইল দিয়েই করছে আজকালকের সব কাজ। এখন সিসিটিভির কাজটিও করবে মোবাইল ফোন।
মোবাইল দিয়ে যে সিসিটিভির কাজ চালানো যায়, সে বিষয়টি অনেকের জানা নেই। ঘর নিরাপদ রাখতে অনেকে বাড়িতে সিসিটিভি লাগিয়ে থাকেন। এখন বাড়িতে আর বাড়তি খরচ করে সিসিটিভি লাগাতে হবে না। মোবাইল দিয়ে সারতে পারবেন এ কাজ।
এমন কিছু অ্যাপস রয়েছে, যার মাধ্যমে আপনি এসব সুফল পেতে পারেন। গুগল প্লে স্টোর থেকে এসব অ্যাপ ডাউনলোড করে সহজেই বাড়িতে নজর রাখতে পারবেন। এ অ্যাপগুলো নিয়ে আজকে আলোচনা করবো।
১. ফোনে ওয়াইফাই অন রাখুন ও মেনিথিংক ডাউনলোড করে নিন। এবার বাইরে বসে লাইভ স্ট্রিমে বাড়ির ছবিও দেখতে পাবেন ও শব্দও শুনতে পারবেন।
২. আলফ্রেড ডিআইওয়াই সিসিটিভি হোম সিকিউরিটি ক্যামেরা। অ্যান্ড্রয়েড ও আইওএস- দুই ধরনের ফোনেই সাপোর্ট করে এই অ্যাপ। অল্পদিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাপটি। মাত্র তিন মিনিটেই অ্যাপটি সেট করে বাইরে থেকে ঘরের হালহকিকত দেখতে ও শুনতে পারবেন।
-এটি