আবদুল্লাহ আফফান ।।
মা নামটি আমাদের হৃদয়ে অন্যরকম শিহরণ জাগায়। মাকে নিয়ে থাকে বহু কথা। অনেক আবেগ ও অনুভূতি। এই মধুর নামটি ঘিরে থাকে অনেক অনেক আয়োজন। মাকে নিয়ে লেখা হয়েছে অনেক ছড়া-কবিতা, গান ও গজল। চলুন, শুনে আসি মাকে নিয়ে গাওয়া এমনই কয়েকটি হৃদয়গ্রাহী ইসলামি সঙ্গীত।
আমার আম্মা- সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.
১. ‘তোমার স্মৃতি মাগো - “তোমার স্মৃতি মাগো হয় না ইতি কেন, দিনে দিনে বেড়ে বেড়ে হয় যে দ্বিগুন”
মন মাতানো এ সঙ্গীতটি হাবিব কিবরিয়ার লেখা। সুর করেছেন কলরব শিল্পীগোষ্ঠীর সিনিয়র শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। সঙ্গীতটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী তাহসানুল ইসলাম।
২. মা আমাকে ডেকে দিও- “মা আমাকে ডেকে দিও, সকাল হলে সবার আগে। মুয়াজ্জিনের কন্ঠ যখন আল্লাহ মহান বলে জাগে, মা আমাকে ডেকে দিও.. !”
হৃদয়কাড়া এ সঙ্গীতটি বিশিষ্ট কবি ও গল্পকার সাইফ সিরাজের লেখা। সুর করেছেন কলরব শিল্পীগোষ্ঠীর সিনিয়র শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। সঙ্গীতটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আহনাফ খালেদ।
৩. সারা রাত দুচোখে ঘুম ছিল না-“ সারা রাত দুচোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা...। কোথায় আছো কেমন আছো, এতো ডাকি তবু কেন কেন সাড়া দাও না ।”
কলরবের প্রতিভাবান শিল্পী হুসাইন আদনানের গাওয়া সঙ্গীতটি লিখেছেন আরেক প্রতিভাবান শিল্পী সাইদ আহমদ। সর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান।
৪. খুব বেশি দুরে নয়- “খুব বেশি দুরে নয় গ্রাম থেকে জেলা শহর, মন তবু খুজে ফেরে মা তোমার অষ্ট প্রহর।ভুলতে পারি না মাগো তোমার আদর।”
শ্রোতামহলে প্রশংসিত ‘খুব বেশি দুরে নয়’ সঙগীতটি লিখেছেন কবি সাইফ সিরাজ। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী তাহসিনুল ইসলাম।”
আরএম/