শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফেনীর আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিবারের ন্যায় এবারও ফেনীর দাগনভুঞায় হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন। ব্যতিক্রমধর্মী সম্মেলনটি আয়োজন করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।

আগামী ২৪ জানুয়ারি (শুক্রবার) ১০ টা থেকে দাগনভুঞার রাঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসা প্রাঙ্গণে মহাসম্মেলন শুরু হবে।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও আল্লামা ইসহাক মাদানী রহ. এর সাহেবজাদা কারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন- মক্কার মসজিদে আমীরা হারামের খতীব ও সৌদি আরবের উম্মুল ক্বোরা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান শায়েখ মুহাম্মাদ বিন মাতার আস- সেহলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিবেন- দারুল উলুম দেওবন্দের শিক্ষাসচিব ও উস্তাজুল হাদিস ওয়াল ফিকহ ভারতের আল্লামা আফজাল হোসাইন কাইমুরী। প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন- মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী।

উদ্বোধনী তিলাওয়াত করবেন- মিশর সুলতান সালাহউদ্দিন আইয়ুব মসজিদের খতিব শায়েখ ড. মাহমুদ আত তুখী। এ দিন শুক্রবার জুমার নামাজ পড়াবেন শায়েখ মুহাম্মাদ বিন মাতার আস- সেহলী।

সম্মেলনের আয়োজক আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, লন্ডন এন টিভির নন্দিত উপস্থাপক রাঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার মহাপরিচালক শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, লন্ডন এন টিভির উপস্থাপক ও রাঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার মহাপরিচালক শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর ইসলামি এ মহাসম্মেলনে সকলের স্বঃস্ফুর্ত উপস্থিতি কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ