আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জন্য আমেরিকাকে দায়ী করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ আলী আল-হাকিম। পাশাপাশি মার্কিনিরা পরমাণু সমঝোতায় ফিরলেই সব সংকট দূর হবে বলে মন্তব্য করেছেন তিনি। খবর ‘আরব নিউজ’।
আজ রোববার (১৯ জানুয়ারি) জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আস-সাফাদির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ আলী আল-হাকিম এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের সঙ্গে সই হওয়া ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা থেকে আমেরিকার সরে যাওয়াই হলো চলমান উত্তেজনার মূল কারণ। পরমাণু সমঝোতায় আমেরিকা ফিরে এলেই এই সংকটের সমাধান হবে।
সংবাদ সম্মেলনে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরাক যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চায় না। ইতোমধ্যে ইরাক সরকার বিষয়টি ইরান ও যুক্তরাষ্ট্র দুটি দেশকেই জানিয়ে দিয়েছে।
মুহাম্মদ আলী আল-হাকিম জানান, সোলাইমানি হত্যার জেরে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। ইরান ও যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তেই যুদ্ধে জড়াতে পারে। আমরা ইরাক ও যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি। আলোচনায় বসলে অবশ্যই সমাধান খুঁজে পাওয়া যাবে।
-এটি