শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


বৃষ্টিতে প্যান্ডেল ভেঙ্গে চট্টগ্রামে চরমোনাইয়ের মাহফিল পণ্ড, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে চলমান ৩ দিনব্যাপী বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের প্যান্ডেল ভেঙে দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলার মিডিয়া সমন্বয়ক তরিকুল ইসলাম।

তিনি বলেন, ‘সন্ধ্যায় বৃষ্টির পানি জমে হঠাৎ সামিয়ানার একটি অংশ ভেঙ্গে পড়ে। তবে এতে কেউ গুরুতর আহত হয়নি। মাহফিলে আসা দুজন সামিয়ানার নিচে চাপা পড়েছিল। আমাদের মেডিকেল টিম তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছেন।’

তিনি আরো বলেন, দুর্ঘটনার সময় আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতি রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বাইরে বিশ্রামে ছিলেন, তাই তিনি অক্ষত আাছেন ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃস্পতিবার (২ জানুয়ারি) থেকে চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউপন্ড মাঠে ৩দিনব্যাপী মাহফিল ও জিকির অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা। নির্ধারিত দ্বিতীয় দিনের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি ওয়াজ শেষ করে মঞ্চ ত্যাগ করার ৫ মিনিট পর বৃষ্টির পানির ভারে হঠাৎ ভেঙ্গে পড়ে ত্রিপল আর বাঁশ দিয়ে টাঙ্গানো সামিয়ানা। দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে।

সেখানে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দীন বলেন, পলোগ্রাউন্ড মাঠে বাতাসে প্যান্ডেল ভেঙ্গে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধারে কাজে যায়।

বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার ব্যবস্থাপনায় তিন দিনব্যাপি এ মাহফিলের আজ দ্বিতীয় দিন ছিল।এই মাহফিলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে- ৩দিন তিন রাত লাগাতার ময়দানে অবস্থান করা। যে সমস্ত মুসুল্লি তিন দিন-রাত লাগাতার মাঠে অবস্থান করে আমীর এবং নায়েবে আমীরের ৬টি বয়ান মনোযোগ সহকারে শুনবে এবং অন্যান্য আমলগুলো গুরুত্ব সহকারে আদায় করবে।

https://www.facebook.com/106840184033483/videos/481422222512471/

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ