শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


হাটহাজারী মাদরাসার বা‌র্ষিক মাহ‌ফিল ও দস্তারবন্দী সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশ‌তিয়াক সি‌দ্দিকী, হাটহাজারী প্র‌তি‌নি‌ধি> উপমহাদেশের অন্যতম শতবর্ষী দীনি শিক্ষাপ্র‌তিষ্ঠান আলজা‌‌মিয়াতুল আহ‌লিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর বা‌র্ষিক মাহ‌ফিল ও দস্তারবন্দী মহাসম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আগামীকাল ৩ জানুুয়ারি অনুষ্ঠিত হবে এ মহাসম্মেলন।দেশের প্রাচীন ও বৃহৎ জামেয়া হওয়ায় বরাবরই এর প্র‌তি বি‌শেষ আগ্রহ ও উদ্দীপনা কাজ করে আলেম, ছাত্র, জনসাধারণ ও ফারেগীনদের মাঝে। জামেয়া ও জামেয়া শিক্ষকদের সাক্ষাৎ লাভে ধন্য হতে চলে আসে জামেয়ার বা‌র্ষিক মাহফিলে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী বলেন, মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন সফল করতে স্থানীয় অধিবাসীগণও বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করছেন। ২ হাজার ১শত ৯৮ জন শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি সনদপত্র প্রদান করা হবে।

বার্ষিক মাহফিল হেদায়েতি বক্তব্য রাখবেন মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফী। বাদ জুমা বয়ান এবং মাহফিল শেষে তিনি আখেরী মোনাজাত পরিচালনা করবেন। শুক্রবার দিবাগত রাত এশার নামায পর্যন্ত চলবে আলোচনা ও ওয়াজ-নসীহত পর্ব।

মাদরাসা কর্তৃপক্ষ সকল ফারেগীনকে নির্দিষ্ট সময়ে টোকেন ও পাগড়ী সংগ্রহ করার অনুরোধ চানিয়েছে। বৃহস্প‌তি ও শুক্রবার দপ্তরে তা‌লিমাত থেকে প্রতি‌দিন সকাল ৮টা থেকে ও বাদ আসর পর্যন্ত টোকেন সংগ্রহের জন্য বলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ