শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


সেবার মানসিকতা নিয়ে কাজ করুন, ডাক্তারদের উদ্দেশ্যে আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম হাটহাজারী মিলানায়তনে বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে চিকিৎসকদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হেফাজত ইসলাম বাংলাদেশের মুহতারাম আমীর, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন- ‘সেবার মানসিকতা নিয়ে কাজ করুন, তবেই উভয় জাহানে কমিয়াব হবেন’

গতকাল বুধবার (১ জানুয়ারি) বেলা ২টায় মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বের এ অনুষ্ঠানে তিনি আরো বলেন, আপনারা চিকিৎসক, আপনারা মানুষের পরমবন্ধু।মানুষ অসুস্থ হলেই আপনাদের সরনাপন্ন হয়, আপনারা তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন, তাদের কথা গুলো সময় নিয়ে শুনবেন, তাদের অভয় দিবেন, আশ্বাস্থ করবেন তবেই দেখবেন রোগীরা আপনার প্রথম সাক্ষাতেই অনেকাংশে সুস্থ হয়ে যাবে, আপনার এবং আপনার পরিবারের জন্য প্রাণখুলে দোয়া করবে। হাদিসে বর্ণিত আছে যে, রোগীর দোয়া আল্লাহ তায়ালা কবুল করেন।

তিনি আরো বলেন সেবার নিয়তে মানুষকে চিকিৎসা দিন তার বিনিময়ে সাওয়াব পাবেন পাশাপাশি হালাল রুজিরও ব্যবস্থা হবে।সেবার মনমানষিকতা নিয়ে কাজ করুন, তবেই উভয় জাহানে কমিয়াব হবেন, ইনশাআল্লাহ।

আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ও চিকিৎসাসেবা ক্যাম্পের আহবায়ক মাওলানা আনাস মাদানী, ডা.মীর ইসমাইল,মাওলানা শফিউল আলম, মাওলানা জাহেদুল্লাহ খান প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখল হামিউসসুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা নোমান ফয়জি, দারুল উলুম হাটহাজারীর মুহাদ্দিস মাওলানা শেখ আহমদ সাহেব, মাওলানা আহমদ দিদার কাসেমী, মাওলানা ওমর কাসেমী, মাওলানা মুফতি জসিমুদ্দীন, ক্বারী মঈনুদ্দীন ও আমন্ত্রিত চিকিৎসকবৃন্দ।

প্রসঙ্গত- গত ৬, ৭ ও ৮ ডিসেম্বর ২০১৯ হাটহাজারী চারিয়াস্থ ইজতেমার ময়দানে ৩দিন ব্যাপী পরিচালিত ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পে ৭ হাজারের অধিক মুসল্লিকে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ঔষধ প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে হাটহাজারীর ও চট্টগ্রামের ১৫ জনের অধিক চিকিৎসক স্বেচ্ছায় ফ্রি চিকিৎসা প্রদান করেন এবং সহযোগিতা করেন ওয়ান ডায়াগনষ্টিক সেন্টার।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ