শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


শিশু তুহিন হত্যা: ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত পাঁচ বছরের শিশু তুহিন হত্যার ঘটনায় শিশু তুহিনের বাবা ও তিন চাচাসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুনামগঞ্জের পুলিশ সুপার মুহা. মিজানুর রহমান।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবেই ধারণা করা হয়েছিল শিশু তুহিনের পরিবারই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। গত আড়াই মাসে এ হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত ও বিশেজ্ঞদের প্রতিবেদন এবং পুলিশের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তুহিনের বাবা আব্দুল বাছির, তিন চাচা জমশেদ, শাহরিয়ার ও মছব্বির এবং চাচাত ভাই শাহারুলের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় সোমবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, তুহিনের বাবা ও একই গ্রামের আনোয়ার মেম্বারের মধ্যে বিরোধ ছিল। পূর্বের একটি হত্যাকাণ্ডের মামলা থেকে বাঁচতে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে বাবার পরিকল্পনায় চাচা ও চাচাত ভাই মিলে এ হত্যাকাণ্ড ঘটায়। তারা মানুষের সমবেদনা পেতেই নৃশংসভাবে তুহিনের শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ কেটে হত্যা করে।

পুলিশের এ কর্মকর্তা জানান, তুহিনের চাচাত ভাই শাহারুলের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার বিরুদ্ধে শিশু আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ