আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ্ ইসলামপুর খতমে বুখারী শরিফ ও দস্তারে ফজিলত উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬৯ তম বর্ষিক ইসলামি মহাসম্মেলন।
আগামী ৫ জানুয়ারি রোববার আছরের পর থেকে শুরু হয়ে চলবে পরদিন সোমবার সকাল ৮টা পর্যন্ত।
জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ্ ইসলামপুর মাদরাসার মুফতি ও মুহাদ্দিস মাওলানা শফিকুল ইসলাম হামিদী আওয়ার ইসলামকে বলেন, মাহফিলে বাংলাদেশের ৮টি বিভাগের বিভিন্ন জেলা থেকো মানুষের আগমন ঘটে। যেখানে প্রায় লক্ষাধিক মুমিন বান্দার মিলন ঘটে।
তিনি আরও বলেন, আধ্যাত্মিক স্বাধক পীরে কামেল আল্লামা আজিজুল হক রহ. মাধ্যমে হাতে বায়াত হোন দেশ বিদেশের অসংখ্য মানুষ, ফলে এ মাদরাসার প্রতি আম-মানুষের একটি টান কাজ করে।
মাহফিলে উপস্থিত থাকবেন, শায়েখ উমর খাযীর (জর্ডান)। দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস সাইয়েদ আযহার বিন আরশাদ মাদানী। মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা মাওলানা আব্দুল হক। মাওলানা আব্দুল বাসেত খাঁন। মাওলানা কেফায়াতুল্লাহ আল আজহারী। মাওলানা জুবায়ের আহমদ আনসারী।
মাওলানা মুরশেদ খান। মুফতি বশির আহমদ। মাওলানা ইয়াহইয়া মাহমুদ। মাওলানা খালেদ সাইফুল্লাহ্ সা'দী। মাওলানা আহমদ আলী। মাওলানা আবু ইউসুফ মাহমুদী।
স্থানীয় বাসিন্দারা জানান, এই মাহফিলকে ঘিরে এলাকায় ঈদের আমেজ শুরু হয়। মাহফিল উপলক্ষ্যে ইসলামীক পণ্যের একটি মেলার আয়োজন করা হয়, যাতে প্রায় ৩ শতাধিক স্টল বসে।
মাহফিলের সর্বাত্মক সফলতা কামনা করে দোয়া চেয়েছেন, জামিয়ার প্রিন্সিপাল মাওলানা নূরুল আলম।
-এটি