শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইউপি নির্বাচন: কুমিল্লায় ভোটকেন্দ্রে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে কেন্দ্র দখল, ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও ভাঙচুরের মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। এ গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার গলিয়ারা ভোট কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

সূত্র জানায়, এ হামলার ঘটনায় উপজেলার শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এছাড়া পৃথক আরেকটি কেন্দ্র যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানেও সকাল ৯টার আগে ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলার শিকার আবুল বাশারের বাবা আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, ভোটগ্রহণের পূর্বে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা একে অপরের ওপর গুলি চালায়। এ সময় পাঁচজন গুলিবিদ্ধসহ মোট সাতজন আহত হয়।

এ দিকে যশপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রের বাইরে হলে হতেও পারে।

শুভপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন, ‘আমরা দায়িত্ব পালনে কোনো ত্রুটি করছি না। ভোটাররা নিরপেক্ষভাবে তাদের ভোট প্রদান করছে।’

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার নাছির উদ্দিন চৌধুরী জানান, এখন পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়নি। যদি কোনো অনিয়মের খবর পাই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ