শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘আর্তমানবতার সেবায় সামর্থবানদের এগিয়ে আসা ঈমানি দায়িত্ব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান কলুমা বলেন, আর্ত মানবতার সেবায় সামর্থবানদের এগিয়ে আসা ঈমানি দায়িত্ব। সামর্থবানদের উচিৎ নিজ নিজ সামর্থানুযায়ী অনাথ, অসহায়দের পাশে দাড়ানো।

খলিফা হযরত উমর রা. তার শাসনামলে নিজ কাঁধে খাদ্যের বোঝা নিয়ে অসহায় প্রজার ঘরে পৌঁছে দিতেন। ধনীদের মনে রাখতে হবে, সাহায্য গ্রহণ করা গরীবের উপর ফরজ নয় বরং সাহায্য করা সামর্থবানদের উপর ফরজ।

যদি গরীবরা সাহায্য না নেয় তাহলে তার জন্য কোন জবাবদিহিতার আওতায় আসবে না কিন্তু যদি সামর্থবানরা সাহায্য না করে তাহলে অবশ্যই আল্লাহর আদালতে জবাব দিতে হবে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) খাদিমুল কুরআন পরিষদ বালাগঞ্জের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার মধ্যবাজারে পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে ও পরিষদের সেক্রেটারি, বালাগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগরের পরিচালনায় বক্তব্য রাখেন, বালাগঞ্জ থানার এ এস আই মুস্তাক আহমদ, সিলেট শাহপরান জামে মসজিদের খতিব মাওলানা আশিকুর রহমান।

বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মুহাম্মদ জুনায়েদ মিয়া, আল ফালাহ সমাজকল্যাণ সংস্থা বালাগঞ্জ এর সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, বালাগঞ্জ ফিরোজাবাগ মাদরাসা শিক্ষাসচিব মাওলানা ফয়েজ আহমদ, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম অফিক, নবীনগর জামে মসজিদের খতীব মাওলানা কামাল উদ্দিনসহ খাদিমুল কুরআন পরিষদের সদস্যবৃন্দ।

মাওলানা আব্দুশ শহীদের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বালাগঞ্জ সদর ইউনিয়নের প্রায় ৩০০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, খাদেমুল কুরআন পরিষদ প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকে। কিন্তু এবছর ওয়াজের মাহফিল না করে শীত বস্ত্র বিতরণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ