আওয়ার ইসলাম: আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ঘোষিত মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে ফের আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। রোববার দুপুর ২টা থেকে আবার আমরণ অনশন কমসূচি শুরু করেন তারা।
গতকাল শনিবার গেট সভার মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদ।
খুলনার ক্রিসেন্ট জুট মিলের সাবেক সিবিএ সভাপতি মুরাদ হোসেন বলেন, তিন দফা সময় দিয়েও সমাধান না হওয়ার কারণে ফের আমরণ অনশন শুরু করতে বাধ্য হয়েছেন শ্রমিকরা। রোববার দুপুর থেকে তারা আমরণ অনশন শুরু করেছেন। আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন জুট মিলের প্রধান ফটকের সামনে রোববার বেলা ২টায় অনশন শুরু করেন শ্রমিক-কর্মচারীরা।
আলিম ও ইস্টার্ন জুটমিল শ্রমিক-কর্মচারীদের অনশন চলার সময় ইস্টার্ন জুট মিল সিবিএ সভাপতি মুহা. আলাউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সিবিএ সভাপতি মুহা. সাইফুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আ. হামিদ সরদার, ইউসুফ আলী, আলম হোসেন, আমিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন, আবদুল হক মহলদার, হাফেজ আ. সালাম, আমিরুল ইসলাম, ইজদান আলী, মোজাম্মেল হক, হাসান শরীফ প্রমুখ।
অনশনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কামরুল হাসান শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন জানান।
-ওএএফ