শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


আমরা আইন জানি, কিন্তু মানি না: ইকবাল মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আমরা আইন জানি কিন্তু মানি না। এটা আমাদের বুঝতে হবে যে, আইন না মানলে কোনো পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব না।

রোববার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা, দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুদকের লোকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। বিভিন্ন অভিযোগের কারণে এ পর্যন্ত ২৫ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা বিভাগে আমরা দুর্নীতি চাই না। এ বিষয়ে আমরা খুবই কঠোর। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হলে বহু মামলা হবে। দশম শ্রেণির টেস্ট পরীক্ষার খাতা ছয় মাস স্কুলে রাখার নির্দেশ দেয়া হয়েছে। এক বিষয়ে ফেল করলে কাউকে পরের ক্লাসে উন্নীত করা যাবে না।

এসময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, ভয় নয় বরং ভালবাসা দিয়ে জনগণের মন জয় করতে হবে। পুলিশ বিভাগের কর্মকর্তাদের তিনি নির্ভয়ে দায়িত্ব পালন করতে বলেন। পুলিশের দু’একজন কর্মকর্তাদের জন্য পুরো পুলিশ বাহিনীর বদনাম হতে পারে না। পুলিশ জনগণের মঙ্গলের জন্য অনেক ভাল করছে যার অনেক দৃষ্টান্তও রয়েছে।

আলোচনা সভায় জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে জেলার সকল শ্রেণির সরকারি কর্মকর্তা- কর্মচারী ও সাংবাদিকবৃন্দসহ আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), সিভিল সার্জন ডা. শাহজান কবির চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মুহা. ফজলুল আলী।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ