শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


'মাদক আর ইন্টারনেট একই ধরনের নেশা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন জীবন যাপনের জন্য সারাদিন ইন্টারনেট ব্যবহারের অভ্যাসকে দায়ী করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, সারাদিন যেন আমরা ইন্টারনেট ব্যবহার না করি। মাদক আর ইন্টারনেট একই ধরনের নেশা। যা আমাদেরকে ধ্বংস করে দিতে পারে।

শনিবার বিকালে চাঁদপুর বাবুরহাট স্কুল এন্ড কলেজের দশযুগ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আইজিপি বলেন, সবাই মিলে হাত তুলে মাদককে না বলি। মাদক শুধু নিজেকে নয় পুরো সমাজকে নষ্ট করে দেয়। জঙ্গিবাদ একটি ভুল মতবাদ, যা শুধু সমাজ নয় দেশকেও পিছিয়ে দেয়। জঙ্গিবাদের ছোবল থেকে অনেকটাই মুক্ত হয়েছি।

তিনি আরো বলেন, আপনার সন্তান কার সঙ্গে মিশছে সেদিকে খেয়াল রাখবেন। আজকাল আমাদের সন্তানরা সারাদিন ঘার গুঁজে বসে থাকে। তার কারণ হচ্ছে সামাজিক মিডিয়া। বর্তমানে চলছে ঘার গুঁজার জেনারেশন। একই ঘরে থেকেও বাবা-মা-বোন-ভাই ফেসবুকে নিজেদেরকে ডুবিয়ে রাখি। কারো সাথে কারোর কোনো আলাপচারীতা নেই। সারাদিন যেন আমরা ইন্টারনেট ব্যাবহার না করি। মাদক আর ইন্টারনেট একই ধরনের নেশা। যা আমাদেরকে ধ্বংস করে দিতে পারে।

অভিবাবকদের উদ্দেশে তিনি বলেন, একটি কথার মনে রাখবেন। আপনি যা করবেন সন্তান তা অনুসারণ করবে। সন্তানের কাছে সবচেয়ে বড় হিরো বাবা ও মা। সন্তানকে ভালো মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দেবেন। বই পড়তে সন্তানকে উৎসাহিত করবেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ