আল আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি
সমাজে প্রচলিত সকল বিয়ে-অনুষ্ঠানকে পরিহার করে মহরে ফাতেমীর মাধ্যমে বিয়ের আয়োজন করতে সকলের প্রতি আহব্বান জানালেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মাওলানা আযহার বিন আরশাদ মাদানী।
ময়মনসিংহের খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার ৩ দিনব্যাপী ইসলাহী মাহফিলের আজ (২৭ডিসেম্বর) দ্বিতীয় দিনে জুমাআর নামাজের পর তিনি উপস্থিত মুসল্লিদের প্রতি এ আহ্বান জানান।
জুমুআর নামাজের পর মাওলানা মাদানী সুন্নতে নববীর অনুসরণে ফাতেমী মহরের মাধ্যমে ৪টি বিয়ে পড়ান। তিনি বলেন, বর্তমান প্রচলিত সকল বিয়ে অনুষ্ঠানকে পরিহার করে মহরে ফাতেমীর দ্বারা বিয়ের আয়োজন করা দরকার। সুন্নতের অনুসরণের মাধ্যমে সংঘটিত বিয়েতে আল্লাহ বরকত দান করেন।
জুমাপূর্ব আল্লামা আযহার বিন আরশাদ মাদানী তাকওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তার আলোচনা বঙ্গানুবাদ করেন খানকার মুতাওয়াল্লী, শায়খ আব্দুল মোমিনের খলিফা মুফতি মাহবুবুল্লাহ্।
আল্লামা মাদানী বলেন, আল্লাহ্ তায়ালার সাথে সম্পর্ক করতে দুটি আগে দুটি বিষয়ের উপর আমল করতে হবে, একটি হলো আল্লাহ্ তায়ালাকে ভয় করতে হবে। দ্বিতীয়টি হলো, আল্লাহ্ ওয়ালাদের সাথে গভীর সম্পর্ক রাখতে হবে। আর আল্লাহ্ ওয়ালাদের সাথে সম্পর্কের দ্বারা দুনিয়াতেও ভালো প্রতিক্রিয়া হয়, আর পরকালেও সফলতা লাভ করা যাবে
এ সম্পর্কে আবদুল্লাহ ইবনু কা'নাব রহ. আনাস ইবনু মালিক রা. থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন এই আলেম। ‘এক বেদুঈন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করল, কিয়ামত কবে (সংঘটিত হবে)? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তার (কিয়ামতের) জন্য কি পাথেয় সঞ্চয় করেছ? সে বলল, আল্লাহ ও তার রাসুলের ভালবাসা। তিনি বললেন, তুমি তারই সঙ্গী হবে যাকে তুমি ভালবাস।’
‘এখন থেকে আমরা তাদের সাথেই সম্পর্ক রাখবো যাদের সাথে আল্লাহ এবং তার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্ক রয়েছে।’ যোগ করেন আল্লামা আযহার বিন আরশাদ মাদানী।
আগামীকাল শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা সাইয়্যেদ নাসির বিল্লাহ্ মক্কী, মক্কা মুকাররামা। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত এ মাহফিল পরিচালিত হয়ে থাকে। আগামীকাল রাত ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হবে।
আরএম/