শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


ছন্দ বিশিষ্ট সংগীতকে দরূদ বলা অজ্ঞতা ও মূর্খতা: মুফতি আহমদ উল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস ফকীহুদ্দীন আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ বলেছেন, নকল দরূদ শরীফে নকল মুহাব্বত আর মদীনা ওয়ালা দরূদে মদীনার মুহাব্বত সৃষ্টি হবে।

তিনি বলেন, বিশ্বমানবতার মুক্তিদূত মুহাম্মদ সা. এর সত্যিকারের প্রেমিকেরা কখনো দরূদ নিয়ে বিতর্কিত কথাবার্তা বলে উম্মাহর ঐক্য বিনষ্ট করতে পারেনা। এবং দরূদের প্রতি মুহাব্বত সৃষ্টি করার জন্য যে সকল বুজুর্গানে দীনগণ নবীর শানে না'ত গেয়েছেন। এগুলোকে দরূদ বলে মদীনার দরূদ পাঠ কারীদের বিরুদ্ধাচার করা সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারেনা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের পটিয়ার আলিম ওলামা ও মাদরাসা শিক্ষার্থীদের ধর্মীয় সেচ্ছাসেবী সংগঠন 'সালসাবিল' এর ব্যবস্থাপনায় পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিতব্য শানে রেসালত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এছাড়া সম্মেলনে জামিয়া পটিয়ার পরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী,  মুফতী নজরুল ইসলাম কাসেমী ঢাকা, মাওলানা ওবাইদুল্লাহ হামজাহ পটিয়া, মাওলানা কাজী আখতার হোসাইন পটিয়া ও মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমী ঢাকাসহ খ্যাতিমান ওলামা-মাশায়েখ বক্তৃতা করেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ