শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


শীতে ঠাকুরগাঁওয়ের হাসপাতালে শতাধিক শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ে গত তিন দিন ধরে চলা শৈত্যপ্রবাহ আরো তীব্র হয়েছে। এ প্রচণ্ড শীতের প্রভাবে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন।

জানা যায়, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গত দুই দিনে ১২২ জন শিশু ভর্তি হয়েছে। এসব শিশু শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত বলে জানান, শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে রোগীর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শীতের প্রকোপ, ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। অসহায় হয়ে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, ‘প্রায় প্রতিদিনই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৬শ কম্বল পাওয়া গেছে।’

আরো ৫০ হাজার কম্বলের চাহিদার কথা জানিয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ