শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


নানুপুর মাদরাসার মাহফিল থেকে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

আল্লামা শাহ ছোলতান আহমদ নানুপুরীর রহ. স্মৃতি বিজড়িত দীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক সভার সমাপনী দিবস আজ।

জামিয়ার পরিচালক মাওলানা শাহ ছালাহ উদ্দীন নানুপুরীর সভাপতিত্বে ফজরের পর সমাপনী দিনের উদ্বোধনী বক্তৃতা দেন আল্লামা শাহ ছোলতান আহমদ নানুপুরীর রহ. ছাহেবজাদা মাওলানা বেলাল উদ্দীন নানুপুরী।

তিনি বলেছেন, ঈমান আকিদার ভিত্তি মজবুত করার জন্য নেক্কার আল্লাহর ওলীগণের দরবারে শরণাপন্ন হতে হবে। যুগে যুগে বিভিন্ন ফিৎনা আসবে এটা পূর্ব নির্ধারিত। ফিৎনার এ যুগে ঈমান আমল নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়লেও শেষ নবির উম্মতকে অবশ্যই সহিহ জ্ঞানচর্চা করতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় মাওলানা জমির উদ্দীন নানুপুরীর রহ. খলিফা, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিশ্বব্যাপী ইসলামের প্রচার-প্রসারে ওলী ও বুযুর্গানে দ্বীনের অবদান ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়।

তিনি বলেন, শরীরে নানা রোগ যেমন বাসা বাঁধে, তেমনি অন্তরও নানা ব্যাধিতে আক্রান্ত হয়। শারীরিক রোগ নিরাময়ে যেমন অভিজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হয়, তেমনি কলুষিত অন্তরের চিকিৎসার জন্য আল্লাহর ওলীর শরণাপন্ন হতে হয়।

জামিয়া ওবাইদিয়া নানুপুরের ফাযেল, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মুস্তাকুন্নবী বলেছেন, বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে চতুর্মূখী চক্রান্ত করে কেউ পার পাবে না।

তিনি বলেন, আলেম-ওলামা ও মাদরাসা মসজিদের খেদমত বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। এ খেদমত অভ্যাহত থাকলে অল্পদিনেই পুরো পৃথিবীতে ইসলামের আলো জ্বলবে। তবে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে ইহুদি খ্রীষ্টানদের পরিকল্পিত চক্রান্তকে বন্ধ করতে হবে।

মাওলানা শওকত বিন হানিফের সঞ্চালনায় সভায় আলোচনা করেছেন জামিয়া ইসলামিয়া পটিয়ার পরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী, জামিয়া আহলিয়া হাটহাজারীর সহকারী পরিচালক আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, মাওলানা মুফতি মাহমুদুল হাসান বাবুনগরী, মাওলানা ইয়াহয়া মাহমুদ ও মাওলানা মুফতি আজিজুল হক আল মাদানী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ