শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


এনআরসি’র প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে এনআরসির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী সদর উপজেলা। শুক্রবার আছরের পর জেলা জামে মসজিদের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী সদর শাখার সেক্রেটারী মাওলানা ইমরান নোমানী বলেন, এনআরসির নামে মুসলমানদের ভারত ছাড়া করার যে নীলনকশা মোদি নিয়েছে তা বিশ্বের লক্ষ কোটি মুসলমান ও মানবতাবাদী মানুষ রুখে দিবে।

সমাবেশে বক্তারা বলেন, ‌মোদি সরকার ক্ষমতায় আসার পর থে‌কে মুসলমান‌দের উপর যেভা‌বে জুলুম নির্যাতন চালা‌চ্ছে তা প‌রিস্কার রাষ্ট্রীয় নী‌তি ও মানবা‌ধিকার লঙ্ঘনের শা‌মিল। মোদী সরকারের বিরু‌দ্ধে মুসলমান‌দের পাশাাপা‌শি যেভা‌বে সাধারণ জনগণ ফুঁ‌সে উ‌ঠেছে তা বি‌জে‌পি সরকা‌রের প্র‌তি চরম অনাস্থা ও ক্ষো‌ভের ব‌হিঃপ্রকাশ।

বক্তারা আরও বলেন, ভার‌তের মুসলমান প্রচণ্ড ধ‌ৈর্যশীল। ত‌বে একথা ভু‌লে গে‌লে চল‌বে না, মুসলমান ধৈর্যশীল ত‌বে ভীরু নয়। মুসলমানগণ প্র‌তি‌রোধ গ‌ড়ে তুল‌লে মো‌দির মসনদ তছনছ হ‌য়ে যা‌বে।

সমাবেশে বক্তব্য দেন- হেফাজতে ইসলাম নোয়াখালী শাখার যুগ্ম মহাসচিব মাওলানা আলমগীর আল আমান, মুফতি বিএম আমির জিহাদি, মাওলানা ইবরাহিম খলিল, মাওলানা খালেদ মাহমুদসহ আরো অনেকে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ