শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


রায়গঞ্জে সেতু দেবে ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী ব্রিজ দেবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

দুর্ঘটনা এড়াতে বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ওই সেতুর ওপর দিয়ে যান চলাচল নিষিদ্ধ করে সড়ক ও জনপথ বিভাগ।

এর ফলে বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, জয়পুরহাট, লালমনিরহাট, গাইবান্ধা, নওগাঁ জেলার যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।

জানা যায়, অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় বছরখানেক আগে এর সংলগ্ন স্থানে আরেকটি নতুন ব্রিজের কাজ শুরু করা হয়। তবে সেটি এখনও সম্পন্ন না হওয়ায় বারবার মেরামত করে চালু রাখা পুরনো এই ব্রিজটি চাপ সহ্য করতে না পেরে বুধবার বিকেলে দেবে যায়।

এদিকে চার লেনের কাজ চলায় মহাসড়কটি খোঁড়াখুঁড়ির কাজ ও নতুন সেতু নির্মাণের আগে বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রীসাধারণ চরম ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগে জানা গেছে।

হাটিকুমরুল থানার ওসি আখতারুজ্জামান বলেন, ব্রিজের ক্ষতি হওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার সন্ধ্যায় বগুড়া রুটে যান চলাচল বন্ধ করা হয়। তবে বনপাড়া ও সিরাজগঞ্জ জেলা শহর হয়ে বিকল্প পথে যান চলাচল করছে।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহা. আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, গত চার থেকে পাঁচ দিন আগে পুরাতন ভুইয়াগাঁতী সেতুটির পাটাতন ছয় ইঞ্চির মতো দেবে যায়। ওই অবস্থায় যান চলাচল অব্যাহত ছিল। সন্ধ্যার পর থেকে সেতুটির একটি পাটাতন প্রায় ২/৩ ফুট দেবে যায়। ফলে এ সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সেতুর পাশ দিয়ে বিকল্প সড়ক নির্মাণ কাজ চলছে। আশা করছি রাতের মধ্যেই সড়কটি নির্মাণ শেষ হবে। ভোর থেকে এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান নির্বাহী প্রকৌশলী আশরাফুল।

সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তী বলেন, ক্ষতিগ্রস্ত সেতু দিয়ে হালকা যানবাহনও চলাচল করতে পারছে না। ঝুঁকি এড়াতে এ সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে সড়ক বিভাগ। তবে যানবাহনগুলো বিকল্প পথে চান্দাইকোনা-সিরাজগঞ্জ ও ধুনট-কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে সিরাজগঞ্জ শহর হয়ে যানবাহনগুলো চলাচল করছে।

আন্তঃজেলার ট্রাকচালক রুহুল আমিন বলেন, দীর্ঘদিন এমন ব্যস্ততম মহাসড়কের ব্যবহার অনুপযোগী সেতুটি বন্ধ রেখে বিকল্প ডাইভারশন রোড তৈরির প্রয়োজন ছিল। কারণ গত কয়েক বছর থেকেই এই ব্রিজটি অতিঝুঁকিপূর্ণ বলা হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ