শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


বর্নাঢ্য আয়োজনে ময়মনসিংহে পালিত হচ্ছে বিজয় দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১এর এই দিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করা হয়েছিলো বাংলাদেশকে। প্রতি বছরের এই দিনে সারাদেশে পালিত হয় এই দিনটি। এরই অংশ হিসেবে ময়মনসিংহ জেলা প্রসাশকের আয়োজনে ময়মনসিংহে পালিত হচ্ছে বর্নাঢ্য বিজয় দিবস।

ময়মনসিংহ স্মৃতিসৌধে সকাল ৬টা ৪৫ মিনিটে সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এবং সাবেক ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

পরে ধারাবাহিকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি,বিপিএম, ওসি শাহ্ আবিদ হোসেন,বিপিএম বার, বাংলাদেশ আওয়ামীলীগের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এ্যড.জহিরুল হক খোকাসহ বাংলাদেশ আওয়ামীলীগের ময়মনসিংহ জেলা শাখার অন্যান্য অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ।

এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, অন্যান্য রাজনৈতিক সংগঠনসমূহের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রসাশকের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ