আওয়ার ইসলাম: সরকারিভাবে সরবরাহকৃত ৪৫ টাকার পেঁয়াজ ৮০ টাকায় বাজারে বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ে এক ডিলারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।
জানা যায়, দণ্ডপ্রাপ্ত ডিলার সদর উপজেলার রুহিয়া এলাকার আসিরুদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম।
আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল শনিবার সদর উপজেলার ২২টি পয়েন্টে উপজেলা প্রশাসনের নিয়োগপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে ৫২ টাকা কেজিতে পেয়াজ বিক্রি শুরু হয়। কিন্তু সন্ধ্যাবেলা আশরাফুল শহরের বাসস্ট্যান্ড বাজারে সেই পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি করছিল। স্থানীয়রা অভিযোগের ভিত্তিতে রোববার সকালে তাকে আটক করি।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল দোষ স্বীকার করেন। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা থেকে অবৈধভাবে পেঁয়াজ এনে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে বিক্রি করছিলেন। তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সঙ্গে তার ডিলার অনুমোদন বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে।
-এএ