আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একদিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব রওনা হয়েছেন। আজ শনিবার পাক পররাষ্ট্র দফতর স্থানীয় গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে।
জিও টিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খান এই সফরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে তারা পাক-সৌদি নেতৃত্বাধীন যৌথ সহযোগিতা ও পরিকল্পনা বিষয়ক পরামর্শ করবেন।
পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, তারা মুসলিম দেশগুলির মধ্যে চলমান বিভিন্ন ইস্যু সমাধান করার গুরুত্ব নিয়ে আলোচনা করবে।
মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ওআইসি সম্মেলন সম্পর্কেও তাদের মাঝে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে। এছাড়া, দুই দেশের মধ্যে চলমান চুক্তি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবণা আছে।
তিনি বলেছেন, পাকিস্তান মুসলিম দেশগুলিকে একত্রে আনতে চায়।
জিও টিভি অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/