শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


সুদানের সাবেক প্রেসিডেন্টকে দুর্নীতির দায়ে দুই বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের রাজধানী খার্তুমের এক আদালত শনিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে দুর্নীতির দায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

আদালতে ৭৫ বছর বয়সী আল-বশির দুর্নীতি এবং বৈদেশিক মুদ্রার অবৈধ দখলের দায়ে দোষী সাব্যস্ত হন। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির।

এদিন দেশটির এই সাবেক প্রেসিডেন্টের সমর্থকরা বিচার চলাকালে আদালত অধিবেশন থেকে বিচারকদের সরানোর দাবিতে স্লোগান দিয়ে বিচারকাজ বিঘ্নিত করে।

আল-বশির ৩০ বছর সুদান শাসন করেন। কিন্তু তার বিরুদ্ধে দেশজুড়ে কয়েক মাসের বিক্ষোভের মুখে গত এপ্রিল মাসে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি।

ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বাসা থেকে ৭০ লাখ মিলিয়ন ইউরো, তিন লাখ ৫১ হাজার ডলার এবং ৫০ লাখ সুদানিজ পাউন্ড জব্দ করে কর্তৃপক্ষ।

আইনজীবীরা আল-বশিরকে দুর্নীতি, বিদেশি মুদ্রা দখল ও অবৈধভাবে উপহার গ্রহণের দায়ে অভিযুক্ত করেন। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বন্দি ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ