শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


নাগরিকত্ব বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে সদ্য পাস হওয়া মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির অন্যতম ইসলামি সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ।

বৃহস্পতিবার সংগঠনের প্রধান সৈয়দ মাওলানা আরশাদ মদানী সংসদে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলকে 'দুর্ভাগ্যজনক' আখ্যা দিয়েবলেন, তারা এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন৷ খবর জারবে দেওবন্দ-এর।

বিলটি সংসদে পাস হওয়ার পরেই মাদানী বলেছিলেন, 'রাজ্যসভায় বিলটি আটকাতে আমরা সাধ্য মতো চেষ্টা করেছি৷ এর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেছি, তাদের বলেছি, এই বিল কেন আমাদের আটকানো দরকার৷ কিন্তু দুঃখিত, তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করল, বিলটি রাজ্যসভাতেও পাস হয়ে গেল৷'

মাওলানা আরশাদ মাদানী জানান, বিলটি স্পষ্ট ভাবে সংবিধানের ধারা ১৪ ও ১৫ লঙ্ঘন করছে, যেখানে সাফ বলা আছে, দেশের কোনও নাগরিককে ধর্ম, জাতি, ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে বৈষম্য হবে না৷ আইনের চোখে সব নাগরিক সমান৷ কিন্তু এই বিল ধর্ম ও সংস্কারের ভিত্তিতে তৈরি৷ বিলে মুসলিম নাগরিকদের কথা উল্ল্যেখই নেই৷’

‘বোঝাই যাচ্ছে, বিভাজন সৃষ্টি করার উদ্দেশ্যেই বিলটি আনা হয়েছে৷ দেশের নিরাপত্তার জন্যও বিলটি বিপজ্জনক৷ কারণ, এই বিলে নথি ছাড়াই ঢালাও নাগরিকত্ব দেওয়ার কথা আছে৷ তাদের মধ্যে অনেকে তো সমাজবিরোধীও হতে পারে৷’ যোগ করেন মাদানী।

তিনি বলেন, 'এই বিলের তীব্র বিরোধিতা করছে জমিয়ত উলামায়ে হিন্দ৷ আইনসভার সদস্যরা তাদের দায়িত্ব পালন করেননি৷ এ বার আমাদের বিচারব্যবস্থার দরজা ধাক্কাতেই হবে৷ আইনজীবীদের সঙ্গে আলোচনা করছি৷'

এদিকে ভারতের পার্লামেন্টে চলমান নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাশ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তা নিয়ে আইনি লড়াই শুরুর হুঁশিয়ারি দিয়েছে দেশটির অন্যতম প্রবীণ রাজনৈতিক দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) ও অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড।

এছাড়াও জমিয়ত উলামায়ে ইসলামের একাংশ মাওলানা মাহমুদ মাদানীর নেতৃত্বে এই বিলের বিরুদ্ধে আজ ভারতজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। লোকসভায় পাস হওয়া এ বিল ভারতীয় সাংবিধানিক চেতনাবিরোধী আখ্যায়িত করে মাহমুদ মাদানী বলেন, নাগরিকত্ব আইন ১৯৫৫-এর সংশোধন অনুযায়ী ভারতীয় সংবিধানের মূল বিধানের সঙ্গে সাংঘর্ষিক। এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

- জারবে দেওবন্দ ও এনডিটিভি অবলম্বনে রকিব মুহাম্মদ 

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ